১. আইনশৃংখলাঃ
(ক) জাতীয় প্রয়োজনে আইন শৃংখলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের অংগীভূত পূর্বক নিয়োজিত করন।
(খ) জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থা সমুহের নিরাপত্তায় আনসার অংগীভূত পূর্বক নিয়োজিত করণ।
(গ) স্থানীয় সরকারী অথবা বেসরকারি প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তায় আনসার নিয়োজিত করন।
২. আর্থ সামাজিক উন্নয়নে প্রশিক্ষণঃ
(ক) প্লাটুনভূক্ত সদস্য ও সদস্যাদের মৌলিক প্রশিক্ষণ
(খ) পেশা ভিত্তিক প্রশিক্ষণ
(গ) কারিগরি প্রশিক্ষণ
(ঘ) প্রযুক্তিগত প্রশিক্ষণ
৩। সরকারী সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন ও সহযোগিতা নিশ্চিতকরণ।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয়নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণকোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
সেলাই, এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোটা মোতাবেক প্রেরণনিশ্চিত করণ।
উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস