Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ


সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ


১।       বিগত ৩ বছরে রাজবাড়ী জেলায় বেকারত্ব দূরীকরণে ১,৮৪১ (এক হাজার আটশত একচল্লিশ) জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

২।       মুজিব বর্ষ উপলক্ষে জনহিতকর উদ্যোগের অংশ হিসেবে ২১৫০ (দুই হাজার একশত পঞ্চাঁশ) জন দরিদ্র ভিডিপি সদস্যকে ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

৩।      করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা সৃষ্টি ও করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য ২৪১ (দুইশত একচল্লিশ) জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

৪।       নিরাপদ খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রাজবাড়ী জেলায় গত তিন বছরে মোট ২৩৭ (দুইশত সাইত্রিশ) টি টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে।

৫।       বিভিন্ন নির্বাচন ও দুর্গাপূজায় ১৪,৬৬১ (চৌদ্দ হাজার ছয়শত একষট্রি) জন আনসার ভিডিপি সদস্য/সদস্যাকে মোতায়েন করা হয়েছে।

৬।      জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে জন্য ১৫৭ (একশত সাতান্ন) জন আনসার সদস্য অংগীভূত রয়েছে।

৭।       গত তিন অর্থবছরে ধর্মীয় দূর্গা পূজা উৎসবে অত্র জেলায় ১,২৪৯টি পূজামন্ডপে ৬,১০১জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যারা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।

৮।      অত্র জেলায় গত তিন বছরে ভিডিপি সদস্য-সদস্যারা প্রায় ৬২ টি বাল্যবিবাহ রোধসহ মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ ও মাদক সম্পর্কিত তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রেরণ করেন।

৯।       পরিচ্ছন্ন গ্রাম–পরিচ্ছন্ন শহর এই স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষ্যে জেলায় বৃক্ষরোপন ও পরিচ্ছন্ন সপ্তাহ পালন করা হয়।

১০।     মুজিব শতবর্ষ উপলক্ষে অত্র জেলায় ০১ (এক) টি মুজিব কর্নার তৈরী করা হয়েছে।

১১।     রাজবাড়ী জেলায় গৃহহীনদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে ০১(এক) জন গৃহহীন পরিবারকে ০১(এক) টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

 

 

ভবিষ্যৎ পরিকল্পনাঃ


(১) প্রতিবছর বিভিন্ন মৌলিক, কারিগরি, পেশাভিত্তিক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে অন্ততঃ ৮০০ (আটশত)

জন আনসার ও ভিডিপি সদস্যকে দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তোলা ।

(২) প্রতি বছর ২০০ (দুই) জন সাধারণ আনসার-ভিডিপি সদস্যকে অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে সরকারি-বেসরকারি

সংস্থার নিরাপত্তা প্রদানের জন্য সক্ষম করে তোলা।

(৩) নিরাপদ খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রতি বছর অন্তত ১৭০ (একশত সত্তর) টি টহল ও অভিযান পরিচালনা

করা

(৪) উপজেলার প্রতিটি ইউনিয়নের ২০ সদস্যবিশিষ্ট একটি QRT (Quick Response Team) তৈরী করা এবং তাদের উর্পযুক্ত ট্রেনিং-এর ব্যবস্থা করা যাতে যে কোন দূর্যোগকালীন সময়ে দ্রুত রেসপন্স করতে পারে।

(৫) প্রাকৃতিক দূযোর্গ বিশেষ করে করোনা ভাইরাস (কোভিড-১৯) , বন্যা,ঘূর্নিঝড় মোকাবেলায় দক্ষ স্বেচ্ছাসেবী তৈরী করা।

(৬) ডিজিটাল পদ্ধতিতে সেবাদানের বন্দোবস্ত করা।

(৭) উপজেলার ২২১ টি গ্রামে ২২১ টি পুরুষ প্লাটুন ও ২২১ টি মহিলা প্লাটুন পূর্ণগঠন করা।

 

২০২২-২০২৩ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহঃ

 

(১)      ৮০০ (আটশত) জন আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাদের মৌলিক, কারিগরি, পেশাভিত্তিক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান।

(২)      সরকারি-বেসরকারি সংস্থার নিরাপত্তায় ১৬৭ (একশত সাতষট্রি) জন অংগীভূত আনসার মোতায়েন।

(৩)     রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদির নিরাপত্তায় ২২৫০ (দুই হাজার দুইশত পঞ্চাঁশ) জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন।

(৪)      ২০০০ (দুই হাজার) টি ফলজ, বনজ এবং ঔষধী গাছ রোপন।

(৫) দূর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিয়ে সকল আনসার কমান্ডার, দলনেতা-দলনেত্রীসহ সদস্য-সদস্যাকে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত করন।

(৬) QRT (Quick Response Team) – কে কার্যকরী করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা ও লজিস্টিক সার্পোট প্রদান ।

(৭) ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করা ও সফলতা অর্জন।

(৮) ডিজিটাল পদ্ধতিতে স্বল্পব্যয় (C) , স্বল্প সময়ে (T) এবং স্বল্প ভ্রমণে (V) সেবা প্রদান করা।

(৯) জেলার ১০৩৬ টি গ্রামে ৩২ জন করে একটি পুরুষ প্লাটুন ও ৩২ জন করে একটি মহিলা প্লাটুন পূণগঠন এবং পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা।

(১০)    Information Cell তৈরী করা যাতে জেলার গুরুত্বপূর্ণ তথ্য আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যমে সংগ্রহ করে জেলার অপরাধ ও মাদক মুক্ত করতে সহায়তা করা।